মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে হাসি ফুটাতে ” আহার ” পঞ্চগড়ের আয়োজনে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টোডিয়াম মাঠে প্রায় দুই শতাধিক শীর্তাদের মাঝে পঞ্চগড়ের সামাজিক সংগঠন “আহার” এর আয়োজনে ও কাজী ফামর্স লি: এর সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় কাজী ফামর্স লি: এর এডমিন মো: আকরাম হোসেন,পঞ্চগড় “আহার” এর সভাপতি ও পঞ্চগড় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, “আহার ” পঞ্চগড় এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল, সহ-সভাপতি আব্দুর রউফ,শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলেদেন।
এসময় পঞ্চগড় “আহার” এর সহ সম্পাদিকা শাম্মী আক্তার
সহসম্পাদিকা রুমানা পারভীন, সদস্য নুর হাসান, জয়দেব চন্দ্র রায়,জাফর আলী,মোঃ আমিরুল ইসলাম সহ সদস্যরা উপস্থিত ছিলেন।