ঢাকাTuesday , 20 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদা সদর হাসপাতালের বেহাল অবস্থা।

দেশ চ্যানেল
May 20, 2025 10:19 am
Link Copied!

পঞ্চগড় বোদা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবস্থিত বোদা সদর হাসপাতাল।প্রতিদিন দশটি ইউনিয়ন থেকে প্রচুর রোগীর সমাগম এখানে। সরকারি নিয়ম অনুযায়ী ডাক্তার থাকার কথা ৩০ জন কিন্তু বর্তমানে ডাক্তার আছে পাঁচজন। প্রতিদিন গড়ে এখানে রোগী আসে ৫০০ থেকে ৬০০ জন। ডাক্তার না থাকার কারণে রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না, বোদা কলেজ পাড়ার বাসিন্দা সফিজুল ইসলাম দেশ চ্যানেলকে জানান বর্তমানে বোদা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নাই বলে চলে আমি ডাক্তার দেখাতে না পেরে বাসায় চলে আসলাম।

আর এম ও ডাক্তার মোঃ জাহিদ হাসান দেশ চ্যানেলকে জানান সকাল থেকে আমি নিয়মিত রোগী দেখছি এখন বাজে দুপুর একটা অতিরিক্ত রোগীর চাপে সকালের নাস্তা খাওয়া ভুলে গেছি। প্রতিদিন রোগীর চাপ বেড়েই চলেছে এভাবে চলতে থাকলে আমরা নিজেরাও অসুস্থ হয়ে যাবো।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ লুৎফুল কোবির জানান পাঁচজন ডাক্তার দিয়ে হাসপাতাল চালাতে হিমশিম খেতে হচ্ছে এবং রোগীদের ঠিকমতো চিকিৎসা প্রদান করা যাচ্ছে না। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। হাসপাতালে গিয়ে দেখা যায় ডাক্তারের চেম্বারে দীর্ঘ রোগীর লাইন, একজন রোগীর সাথে কথা বলে জানা গেল এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি এখনো ডাক্তার দেখাতে পারি নাই এটা আসলে দুঃখজনক ব্যাপার। একজন ভ্যান চালক জানান আমি আমার ছোট ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি হাসপাতালে শিশু ডাক্তার না থাকার কারণে এখন আমাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যেতে হচ্ছে , আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে কোন রকম করে খেয়ে না খেয়ে সংসার চালাতে হয় এখন আমাকে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দিয়ে ঠাকুরগা যেতে হচ্ছে। বর্তমান সরকারের যারা প্রধান আছেন জনস্বার্থে অতি দ্রুত বোদা সদর হাসপাতালে ডাক্তার দেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST