দেবাশীষ কুমার দাস, পত্নীতলা,নওগাঁ প্রতিনিধঃ
নওগাঁর পত্নীতলায় সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় নজিপুর সরদারপাড়া মোড়স্থ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জনাব মোঃ সামসুদ্দোহা খান (জোহা)। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ মাটিতে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই ভাই ভাই হিসেবে বসবাস করবে। বিএনপি সবসময় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ।”
নওগাঁ জেলা মহিলা দলের (ভারপ্রাপ্ত) সভানেএী জনাব মোছাঃ সামিনা পারভীন (পলি) প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নারীদের পাশাপাশি সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ধরনের অপশক্তি যেন আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন: মোঃ মোকসেদুল হক (সিঁড়ি) সভাপতি, পত্নীতলা উপজেলা বিএনপি। মোঃ আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি। মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি। মোঃ রমজান আলী সরদার, সাংগঠনিক সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি।”সমসাময়িক বিষয় নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ”
সমসাময়িক বিষয় নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ”
সমাবেশে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ উপজেলার ১১টি ইউনিয়ন ০১ টি পৌরসভার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নাগরিক উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

