বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে হাইব্রিড ইরি-বোরো ধানের বীজ বিতরণ ও রাসায়নিক সার বিতরণের ‘শুভ উদ্বোধন’ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ) বেলা ১১টার সময় উপজেলা কৃষি অফিস-এর আয়োজনে, উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব পণ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আলীমুজ্জামান মিলন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, এছাড়া উপজেলা উপ-সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি ২০২৫-২০২৬ মৌসুমে (উপশী ও হাইব্রিড জাতের ধান আবাদ বৃদ্ধির জন্য) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ১৬ শ’ কৃষককে ৫ কেজি করে উন্নত জাতের ধানের বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজিসহ মোট ২০ কেজি সার প্রতি কৃষককে দেয়া হয়েছে।এছাড়া ৫০০ জন কৃষককে রাসায়নিক সার বাদে ২ কেজি করে উন্নত মানের (উপশী হাইব্রিড) ধান বীজ দেয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন জানান, ‘২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার ১৬ শ‘ কৃষককে এসব পণ্য দেয়া হয়। উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে এসব পণ্য দেয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আলীমুজ্জামান মিলন বলেন, ‘বিনামূল্যে দেয়া বীজ ও সার কৃষকরা সঠিকভাবে কাজে লাগালে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ভাণ্ডারে জোগান দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

