মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে পানছড়িতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেঘবিন্দু চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফারহানা নাসরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানছড়ি।
পানছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আবু মোহাম্মাদ কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: ইউসুপ আলী, জামায়াত ইসলামী সভাপতি মো: জাকির হোসেন, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মো: মনিরুল ইসলাম মাহিম।
আলোচনায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরোদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধন এবং আলোচনা সভায় অংশ নেন।

