ঢাকাFriday , 14 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে পিসিসিপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

দেশ চ্যানেল
November 14, 2025 4:37 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)’র ৫ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৪ নভেম্বর শুক্রবার পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিসিসিপি’র সাবেক সভাপতি মাসুদ রানা। সভার শুরুতেই নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা। মাসুদ রানা তার বক্তব্যে বলেন— “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ শুধু বাঙালির সংগঠন নয়; এটি পাহাড়ি-বাঙালি সকলের মঙ্গল ও অধিকার রক্ষার সংগঠন। যেকোনো অনিয়ম ও বৈষম্য দূরীকরণে পিসিসিপি সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।” তিনি আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বাঙালি ছাত্র পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।” পরবর্তীতে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আরাফাত আয়মান’কে-আহ্বায়ক, মো. ইলিয়াস’কে সদস্য সচিব, তানভীর রহমান’কে যুগ্ম আহ্বায়াক এবং মো. শাহরিয়ার শাকিল’কে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের সমন্বয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST