ঢাকাWednesday , 26 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
November 26, 2025 11:32 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির পানছড়িতে “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায়” দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানছড়ির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরি।

এ সময় পানছড়ি উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নাসির উদ্দিন চৌধুরি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি, সঠিক বীজ, সার ও যথাযথ পরিচর্যার বিকল্প নেই। এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আরও দক্ষ হয়ে উঠবেন এবং নিজেদের উৎপাদন ব্যবস্থায় উন্নয়ন ঘটাতে পারবেন।

প্রশিক্ষণে বিভিন্ন কৃষি প্রযুক্তি, আধুনিক বীজ ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য রক্ষা, রোগবালাই দমনসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST