মোঃশরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী
পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিন দিন ধরে অনশন করছে প্রেমিকা জুলেখা আক্তার রুলি(৩০)। গত ২২/০৪/২০২৫ ইং রোজ মঙ্গলবার প্রেমিকা রুলি তার প্রেমিক পুঠিয়া ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের ঘরে গিয়ে উঠে। এদিকে প্রেমিকা তার ঘরে ওঠার পর থেকে বাড়ি থেকে পালিয়ে গেছে রুবেল।ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দ্রা গ্রামে। প্রেমিকা রুলি জানায় তার দুটি সন্তান রয়েছে এ অবস্থায় প্রতিবেশী স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের সাথে চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই থেকে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর মতো তাকে ব্যবহার করছে রুবেল। কিন্তু সম্প্রতি বিয়ের জন্য রুলি বেগম রুবেলকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তাই তিনি বিয়ের দাবিতে রুবেলের ঘরে অবস্থান করছেন। প্রেমিক রুবেলের ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।পুঠিয়া থানার ওসি জানান খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যাই।তখন তার প্রেমিকা রুলিকে রুবেলের ঘরে অবস্থান করতে দেখেছি। রুলির সাথে রুবেলের সম্পর্ক রয়েছে বলে জানতে পারি। বিষয়টি সামাজিকভাবে মীমাংস করতে বলেছি।