রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল বাজারের ফার্মেসি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।
আজ০৮ আগস্ট শুক্রবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ কাজী শামীম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে জননী মেডিকেল হল থেকে বিপুলসংখ্যক ওষুধ ও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সনাক্ত করা হয় ।
জানা যায়, ফার্মেসিটি হতে ২০২০, ২০২২, ২০২৩ এমনকি ২০১৮ সালের মেয়াদোত্তীর্ণ হওয়া ওষুধ মজুত রাখা ছিল জননী মেডিকেল হলে, যার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। তার অপরাধে ফার্মেসির মালিক নুর হোসাইন সোহাগকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং সব মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।