মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৭ অক্টোবর) শনিবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার কাঁটাবাড়ী বাজার রোডে অবস্থিত ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। পরে সেখানে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী পৌর প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান,বেদদিঘী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দস,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন।
এসময় ফুলবাড়ী মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইসার উদ্দিন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়নর সহ-সভাপতি মোঃ ইমাম রেজা,সহ-সভাপতি কবির সরকার,সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল চৌধুরী,সহ-সাধরণ সম্পাদক মোঃ আজগার আলী,সাংগঠনিক সম্পাদক ডাঃ সোলায়মান মন্ডল,সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মন্ডল,প্রাচার সম্পাদক মোরসালিন ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ শামিম কবির চৌধুরী কালাম,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মানিক মন্ডল,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ীর আলো অনলাইন পত্রিকার প্রকাশক ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সদস্য আলহাজ¦ মোঃ হাফিজুল হক চৌধুরী, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যকারী সদস্য মোঃ মশিউর রহমান,আশরাফুল ইসলাম,মোঃ আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।