ঢাকাFriday , 10 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু।

দেশ চ্যানেল
October 10, 2025 5:00 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মানিক (২৫) এবং বিকেলে মারা যান আব্দুল্লাহেল কাফি (৩০)। এর আগে গত মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল (৫০) ও বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭) মারা যান।

মারা যাওয়া চারজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া (২৮)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতেই চিকিৎসা নেন।

কিন্তু অবস্থা অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায়- ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল, ৯ অক্টোবর রাতে নাছিদুল ইসলাম, ১০ অক্টোবর দুপুরে আব্দুল মানিক এবং বিকেলে আব্দুল্লাহেল কাফি মারা যান।

ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST