স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া আদমদীঘি উপজেলা সান্তাহার পৌরসভার ৩ নং ওয়ার্ডের লকু সিভিল কলোনি, আসামী মোঃ জিল্লুর রহমান (৩৮), পিতা মহুবর রহমানের বসত বাড়ীতে পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ) লকু সিভিল কলোনি সান্তাহার পৌরসভা নং-৩, ওয়ার্ড এলাকায় সান্তাহার পৌরসভা এলাকার জিল্লুর রহমানের, স্ত্রী মোছা: মুন্নি (ওরফে) সুমি কিস্তির টাকা উত্তোলনের জন্য আদমদীঘি সান্তাহার ইউনিয়নের মালসন যায়। বাসায় কেউ না থাকার কারণে মোঃ জিল্লুর রহমান নিজ মেয়ে ভিকটিম (১৪) কে ধর্ষণ করে।
ভিকটিমের মা বাসায় আসলে ভিকটিম তার মাকে বিস্তারিত ঘটনা খুলে বলে। তখন ভিকটিমের মা জরুরি সেবা-৯৯৯ এ কল দিলে আদমদীঘি থানার সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় এসআই মোঃ আঃ মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামীকে আটক করে এবং ভিকটিমকে উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে আসেন।
আদমদীঘি থানার মামলা নং-১২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) রুজু হয়।