আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামে করতোয়া নদীর তীরে শ্মশানঘাট সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশের পরিচয় অবশেষে শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অমল চন্দ্র দাস (৫২)। তিনি চন্ডিজান গ্রামের দেবেন্দ্র চন্দ্র দাসের ছেলে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পচা-গলা অবস্থায় লাশটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিন ধরে শ্মশান এলাকা থেকে গন্ধ পাওয়া যাচ্ছিল। শুক্রবার দুপুরে স্থানীয় মাজেদা খাতুন নামে এক নারী ছাগল চরাতে এসে লাশটি দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্তে বগুড়া ও সিরাজগঞ্জ সিআইডি এবং বগুড়া পিবিআই টিমকে খবর দেওয়া হয়। প্রথমে বিকেলে বগুড়ার সিআইডি ও পিবিআই এর টিম সনাক্তকরণের প্রাথমিক কার্যক্রম শুরু করে। পরে সন্ধ্যায় সিরাজগঞ্জ সিআইডির টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের সার্ভারের সঙ্গে মিলিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেন। তার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে। নিহতের পরিবারের বারত দিয়ে এসআই রবিউল আরও জানান,অমল গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। এর আগেও তিনি নিখোঁজ হয়ে আবার ফিরে এসেছিলেন বলে পরিবার থানায় সাধারণ ডায়েরি করেনি। তবে তার মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।