ঢাকাSaturday , 7 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম, নাম সায়েম-সালিম- আলিম- আয়শা।

দেশ চ্যানেল
October 7, 2023 11:00 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।

একসঙ্গে ৪ সন্তানের দিলেন বরিশালের ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের গৃহবধূ মুক্তা আক্তার পুতুল(২৪)।

শুক্রবার দুপুর ২ টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ে প্রসব করেন মুক্তা আক্তার পুতুল। শুক্রবার সকাল ৭টায় তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এদিকে সন্তান ও মা সুস্থ থাকলেও শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষনের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিৎকিসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিন বলেন, ৪ টি বাচ্চারই ওজন কম রয়েছে। অর্থাৎ ভূমিষ্ট হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা কারোই নেই।তাই চারটি শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিৎকিসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।এখনও কোন শিশু শঙ্কামুক্ত বলা যাবেনা।

তবে শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন শেরেবাংলা মেডিকেল হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এম আর তালুকদার মুজিব।

এদিকে ঘর আলো করে ৪ সন্তান জন্ম নেওয়ায় তাঁদের স্বজনেরা সবাই খুশি।সন্তানদের নানি মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়েছে। গেলো রমজানে দেশে থাকলেও বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহারাইন আছেন।তাদের সংসারে ৬-৭ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। বর্তমানে যে চারটি সন্তানের জন্ম হয়েছে তাদের নাম যথাক্রমে সায়েম, সালিম, আলিম ও আয়শা রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST