ঢাকাWednesday , 25 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলার নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়।

    দেশ চ্যানেল
    December 25, 2024 9:29 am
    Link Copied!

    মোঃ আব্দুল আজিজ, বিশেষ প্রতিনিধি নওগাঁ

    নওগাঁ জেলায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সরোয়ার বিপিএম কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

    এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম, সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ সাঃসম্পাদক মোঃ হাবিবুর রহমান দপ্তর সম্পাদক মির্জা তুষার আহমেদ প্রমূখ।

    গত ২২/১২/২৪ ইং তারিখে বিদায়ী পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দীন অতিরিক্ত ডিআইজি পদোন্নতি হওয়ায় স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ সাফিউল সরোয়ার বিপিএম। তিনি ১৯৭৬ সালে ব্র্যাহ্মণবাড়িয়া জেলার মিরপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি তার এলাকায় শিবপুর উচ্চবিদ্যালয় থেকে এস এসসি পাশ করেন, উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের নামকরা ঐতিহ্য বাহী তেঁজগাঁও কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এইচ এস সি পাশ করেন,এর পর তিনি  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাষ্টার্স শেষ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি এড সম্পন্ন করেন। এছাড়ও উচ্চতর শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে এম পি এস ডিগ্রি লাভ করেন। তিনি ২৭ তম বিসিএস পরীক্ষায় পাশ করে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি দেশের বিভিন্ন জেলায় একজন সুদক্ষ ও সৎচরিত্রের অফিসার হিসেবে প্রসংসা কুড়িয়েছেন। নওগাঁ পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে বাংলাদেশ পুলিশের একটা গুরুত্বপূর্ণ ইউনিট, পুলিশ হেডকোয়ার্টার স্পেশাল ব্রান্সে সুনামের সাথে  চাকুরী করেন।

    তিনি জাতি সংঘ শান্তি রক্ষা মিশনে সুদানে একবৎসর অতি নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে, বাংলাদেশের জন্য প্রসংসা বয়ে এনেছেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ছাড়াও, বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষন গ্রহন করেছেন। যেমন জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষন গ্রহন করেন।

    তিনি ব্যাক্তি জীবনে দুই কন্যা সন্তানের জনক।

    তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দের সাথে  অত্যন্ত হাস্যউজ্জল ও খোলা মনে গুরুত্বপূর্ণ নওগাঁ জেলার সার্বিক অবস্থার উপর আলোচনা করেন। তিনি বলেন আমি নতুন মানুষ, এক মাস যাক তাহলে বুঝতে পারবেন আমি কেমন ব্যাক্তি। তিনি আরও  মন্তব্য করেন যে কোন মতে আইন অমান্যকারী, ড্রাগ, ও নওগাঁর শান্তি বিনিষ্ঠ কারীদের কোনো  ছাড় দেওয়া হবে না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST