ঢাকাTuesday , 20 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুল ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান

দেশ চ্যানেল
February 20, 2024 8:01 am
Link Copied!

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:

দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের (রেজি : ২৬৩৪) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বাংলাবান্ধা স্থলবন্দরে উৎসবমুখর পরিবেশে ভোটারদের প্রদানের মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। দুপুর ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৬৬ জন। ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুসলিম উদ্দিন ও প্রিজাইডিং অফিসার নবিউল করিম সরকার।
বিকেল সাড়ে ৫টায় উৎসবমুখর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান। নির্বাচনী বেসরকারি ফলাফলে সভাপতি পদে ১৪৮ ভোটে (চেয়ার), ১৮৫ ভোটে সাধারণ সম্পাদক আব্দুর রহমান (চশমা) ও ৮৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে আবু কালাম (বাস) নির্বাচিত হন।
অন্যান্য পদ গুলোতে সহ-সভাপতি আজাদ আলী, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক জুমের আলী, প্রচার সম্পাদক আব্দুল মালেক ও কার্যকরী সম্পাদক সফিকুল ইসলাম প্রতিদ্বন্ধিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন।
ভোটারদের ভোট গ্রহণের সময় দুপুরে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ফজলে রাব্বি ও তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সুজয় কুমার রায় ভোট গণনা ও ফলাফল ঘোষনার সময় নিবির পর্যবেক্ষণে ছিলেন উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার এবং সহকারি নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে আইনশৃঙ্খলায় দায়িত্বে ছিলেন,সংবাদ কর্মী সহ মডেল থানার পুলিশ ও গ্রাম পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST