হারুন শেখ রামপাল প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রহম আলীকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে র্যাব ৬ এর মিডিয়া সেলের এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার রহমত আলী রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টংঘরে ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে রাকিব হোসেন সজল (২৫) ও রাসেল শেখ (২৬) নামে দুই যুবককে গ্রেফতার করেছেন।
গ্রেফতার রাসেল শেখ রামপাল উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে ও রাকিব হোসেন সজল কালেখার গ্রামের আজমল হোসেনের ছেলে এবং অপর অভিযুক্ত গোবিন্দপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে রহমত আলী এসময় পলাতক ছিল।
র্যাবের মিডিয়া সেল জানান, র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রহমত আলীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র্যাব।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযাত্রিক দল গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রহমত আলীকে গ্রেফতার করে শনিবার (৭ অক্টোবর) রামপাল থানায় হস্থান্তর করে। আমরা আসামি রহমত আলীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠিয়েছি।