ঢাকাThursday , 9 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে যৌথ বাহিনী গাড়ি তল্লাশি।

দেশ চ্যানেল
October 9, 2025 2:52 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটের মোংলায় সম্প্রতি মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায নডেচড়ে বসেছে প্রশাসন।

যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনে তল্লাশি এবং বৈধ কাগজপত্র যাচাই অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন যানবাহনসহ মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিগরাজ বাজার সংলগ্ন বিএন স্কুল এন্ড কলেজের পাশে ট্রাস্ট ব‍্যাংকের সামনে মোংলা-খুলনা হাইওয়ে রাস্তার উপর এই ভ্রাম্যমাণ চেক পোস্ট বসানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদম’র নেতৃত্বে ১০ সদস্যের একটি সেকশন এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের ৫ সদস্যসহ যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি কর্তৃক ইস্যুকৃত কাগজপত্র যাচাইসহ ৪৫টি মোটরসাইকেল, ১২টি প্রাইভেট কার, ৬টি বাস, ২০টি মাইক্রোবাস ও ৫টি ট্রাকে তল্লাশি করা হয়।

এসময় ১০টি মামলায় ৩২৫০০/- জরিমানা করা হয়।

আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নৌ-বাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST