হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের রামপালে অসত্য তথ্য প্রদান করে সংবাদ প্রকাশের প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য সহকারী এস, এম ফরহাদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১ টায় প্রেসক্লাব রামপাল এর সভাকক্ষে উপস্থিত হয়ে তিনি এ সংবাদ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আধা সরকারি একটি সংস্থায় স্বাস্থ্য সহকারী হিসেবে সুনামের সাথে কাজ করে আসছিলেন। এ ছাড়াও তিনি গিলাতলা বাজারে সাধারণ রোগীদের পরামর্শ প্রদান করছিলেন। কিন্তু তিনি জটিল বা কঠিন কোন রোগী দেখছিলেন না। তিনি উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত নন। কতিপয় লোকজন ভুল বুঝিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট করিয়েছে। যা অসত্য ও বানোয়াট। তিনি প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ করেন।