জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মিরাজ ফকিরের হাতের কবজি কর্তন ঘটনায় প্রধান অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে লোহাগড়া থানা পুলিশ।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল (সোমবার) দুপুরে লোহাগড়ার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকিরকে কুপিয়ে তার ডান হাতের কবজি কর্তন করে আওয়ামী সন্ত্রাসীরা। ঘটনার পরপরই লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযানে যশোর, ঢাকা ও সাতক্ষীরা থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ আটককৃতরা হলেন: আওয়ামী ক্যাডার কামরুল ইসলাম (মিন্টু), সাজ্জাদুর রহমান (কচি), লিটন কাজী, বাদশা কাজী এবং অনিক কাজী।
সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মিরাজ ফকিরের উপর হামলা চালায় দূর্বৃত্তরা। এর আগে আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী সন্ত্রাসীরা মিরাজ ফকিরের একটি পা কুপিয়ে বিচ্ছিন করে চিরতরে পঙ্গু করে দেয়।
লোহাগড়া থানার ওসি জানান গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।অন্যদের আটকের চেষ্টা চলছে।দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় স্থানীয়রা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ দ্রুত বিচার আইনে হামলার ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।