ঢাকাSaturday , 26 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা কবজি কর্তনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে সাফল্য দেখালো লোহাগড়া থানার ওসি আসিক।

দেশ চ্যানেল
April 26, 2025 12:11 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মিরাজ ফকিরের হাতের কবজি কর্তন ঘটনায় প্রধান অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে লোহাগড়া থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল (সোমবার) দুপুরে লোহাগড়ার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকিরকে কুপিয়ে তার ডান হাতের কবজি কর্তন করে আওয়ামী সন্ত্রাসীরা। ঘটনার পরপরই লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অভিযানে যশোর, ঢাকা ও সাতক্ষীরা থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ আটককৃতরা হলেন: আওয়ামী ক্যাডার কামরুল ইসলাম (মিন্টু), সাজ্জাদুর রহমান (কচি), লিটন কাজী, বাদশা কাজী এবং অনিক কাজী।

সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মিরাজ ফকিরের উপর হামলা চালায় দূর্বৃত্তরা। এর আগে আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী সন্ত্রাসীরা মিরাজ ফকিরের একটি পা কুপিয়ে বিচ্ছিন করে চিরতরে পঙ্গু করে দেয়।

লোহাগড়া থানার ওসি জানান গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।অন্যদের আটকের চেষ্টা চলছে।দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় স্থানীয়রা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ দ্রুত বিচার আইনে হামলার ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST