ঢাকাMonday , 2 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় অর্ধশত আহত।

    দেশ চ্যানেল
    December 2, 2024 1:18 pm
    Link Copied!

    হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

    বাগেরহাটে মোল্লাহাটে বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। আহতদের ফকিরহাট, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আসংকাজনক। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার মোল্লাহাট মাদ্রাসা ঘাটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    সমাবেশে উপস্থিত থাকা বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী(২০১৮) ইঞ্জিনিয়ার মাসুদ রানা জানান, বিকেলে মোল্লাহাটের গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ শুরু হয়। সেখানে মোল্লাহাট উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন শিকদারের বিপুল সংখ্যাক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় সাবেক আহবায়ক শেখ হাফিজুর রহমানের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আতর্কিতে হামলা চালায়। এতে সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা অসহায় হয়ে পড়ে। এসময় কমপক্ষে ৫০ জন নেতাকর্মী আহত হন। তাদের ফকিরহাট ও অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এবিষয়ে জানতে মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেন নি।

    মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ মাদ্রাসা ঘাটে অনুষ্ঠিত হয়। এই কর্মী সমাবেশে জামাল উদ্দিন ও হাফিজুর রহমানের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST