আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধি
তীব্র তাপদাহে যখন পুড়ছে সমগ্র দেশ তখন বেড়া পৌর এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য বেড়া পৌরসভার উদ্যোগে দশটি পয়েন্টে ঠান্ডা পানি খাবার ব্যবস্থা করা হয়েছে। এ সকল নির্ধারিত স্থানে বিনা পয়সায় জনগণের মধ্যে বিতরণ করা হচ্ছে।
বেড়া পৌর এলাকায় ঘুরে ঘুরে দেখা মিলল যে, ইছামতি সিনেমা হলের মোড় এবং কানাই বাড়ি মোড় সহ দশটি জায়গায় এ রকমের ঠান্ডা পানি জনগণের মধ্যে বিনামূল্য বিতরণ করা হচ্ছে।
এই তাপদাহে মানুষের কল্যাণে দেশের অন্যান্য পৌরসভা এটি অনুসরণ করতে পারে।
এক প্রশ্নের জবাবে বেড়া পৌরসভার প্রকৌশলী জনাব ফিরোজ আলম সুইট জানালেন যে, যতদিন গরম থাকবে পৌরসভার মেয়রের নির্দেশে এ কার্যক্রম চালু থাকবে। অনেক পথচারী এবং পৌরবাসী যারা এই ঠান্ডা পানি খাচ্ছেন তারা সবাই এই মহতী উদ্যোগের প্রশংসা করছেন।