আবুজর গিফারী, বেড়া পাবনা প্রতিনিধিঃ
আজ(২৮-০৮-২৪)সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মাসিক (আগস্ট/২৪) আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ মোরশেদুল ইসলাম, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বেড়া এবং আমিনপুর থানার প্রতিনিধি, নৌ পুলিশ প্রতিনিধি, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ এবং বেড়া প্রেসক্লাবের সভাপতি, মোঃ আব্দুল হান্নান।
স্বাগত ভাষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান যে, ছাত্র জনতার গণ আন্দোলনে পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। আইনশৃঙ্খলার উন্নতি কল্পে আমাদের সবাইকে একযোগে কাজ করার এবং ধৈর্য ধরার পরামর্শ দেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন ইতিমধ্যেই আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে।
কৈটোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মহসিন হোসেন পিপুল তার বক্তব্যে আবেদন জানান যে, অতীতের মতো যেন আর কোন গায়েবি মামলা না হয়। বেড়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ, হাফেজ মোঃ আব্দুস সালাম আবেদন জানান যে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনা টহল যেন অব্যাহত থাকে।
পরিশেষে, সভার সভাপতি, মোঃ মোরশেদুল ইসলাম, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সমাপনী বক্তব্যে বলেন যে, দেশ ও জনগণের মঙ্গলের উদ্দেশ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয় তা অতি দ্রুত প্রতিপালন করা হইবে।