ঢাকাTuesday , 29 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় ব্রেডের উদ্যোগে সবজি বীজ, ফলজ বৃক্ষ ও ঔষধি গাছ বিতরণ কর্মসূচি পালিত।

দেশ চ্যানেল
July 29, 2025 9:38 am
Link Copied!

আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ

গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই, সবজি ও ফলের চাহিদা পূরণে বৃক্ষরোপনের বিকল্প নেই বলে মন্তব্য করেন, নুসরত কবির। অদ্য ২৮ জুলাই, মঙ্গলবার, সকাল ১১ ঘটিকার সময়, পবনার বেড়া উপজেলার পেচাকোলা কমিউনিটির মাধ্যমে ব্রেড এর জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচির আওতায় “আমরা শুধু পরিবেশ বাঁচাতে নয়, মানুষের জীবিকা ও স্বাস্থ্য সুরক্ষায়ও কাজ করছি” শিরোনামকে সামনে রেখে সবজি চাষসহ ফলজ ও ঔষধি গাছ রোপণ কার্যক্রমের সূচনা হলো।

ব্রেডের প্রকল্প সমন্বয়ক জনাব আশিকুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, নুসরাত কবীর, উপজেলা কৃষি অফিসার, বেড়া, পাবনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী চণ্ডী চরণ পোদ্দার, অধ্যক্ষ, অগ্রগামী বিদ্যানিকেতন, পেঁচাকোলা, বেড়া, পাবনা।

প্রধান অতিথির বক্তব্যে নুসরাত কবির বলেন, ব্রেডের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে সবজি বীজ, ঔষধি গাছ ও ফলজ বৃক্ষ বিতরণ কার্যক্রমটি সত্যিই প্রশংসনীয় যা, সবজি ও ফলের চাহিদা পূরণ করবে। গাছগুলো একদিন ফল দেবে, ছায়া দেবে, ঔষধি গাছগুলো রোগ নিরাময়ক হিসেবে প্রাকৃতিক চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা রাখবে।

মোট ৫০ জনের প্রতি জনকে ১২টি প্রজাতির বীজ, জৈব সার ১০ কেজি, ৬ টি বাশ খুটি ও ৩৪ হাত করে নেট প্রদান করা হয়। এছাড়াও আমরুপালি, মেহগনি, নারকেল, পেঁয়ারা, ওষুধি গাছ বিতরণ করা হয় মোট ১২০ টি।

উক্ত বৃক্ষ রোপন অভিযান কর্মসূচী শেষে ৫৬ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ ও ছাতা) বিতরণ করা হয়।

গ্লোবাল ফান্ড ফর চিল্ড্রেন এর সহযোগিতায় ও বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, মোঃ আব্দুস সালাম ও বিশিষ্ট সাংবাদিক আবুজর গিফারী, প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক। ব্রেডের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর হুমায়রা ইয়াসমিন পিয়া, বাইজিদ বোস্তামী, রওশন বিনতে হোসাইন, ডকুমেন্টেশন অফিসার, আবুল কালাম আজাদ, খাদিজা খাতুন ও হাসিনা খাতুন। অনুষ্ঠানে ব্রেডের পেঁচাকোলা স্বেচ্ছাসেবক টিমের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST