মোঃ ওয়াজীউল্লাহ্ , ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি।
ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। ইকড়ি ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যা সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। ২০২১ সালের মার্চ মাসের ২০ তারিখে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। উক্ত সংগঠনের সকল কার্যকলাপ মানব সেবার উপর ভিত্তি করেই পরিচালনা করা হয়। এই সংগঠনের প্রধান কাজ বিনা মূল্যে রক্তদান করা। স্বেচ্ছাসেবীরা সব সময় এই কাজে একনিষ্ঠ থাকে। বর্তমানে অসংখ্য মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করেছে এই সামাজিক সংগঠনটি। ভালবাসার মাধ্যমে এই সমাজকে বদলে দেওয়ার মূল লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সবাইকে এই মহৎ কাজে যুক্ত হতে এই সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হল।
বিনামূল্যে রক্ত দানের বাহিরে রয়েছে: ১. বিভিন্ন জায়গায় বিনামূল্যে রক্ত পরীক্ষার ক্যাম্পেইন।
২. ঈদ উপলক্ষে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।
উল্লেখ্য, বিগত তিন বছর যাবত সেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি বিভিন্ন এলাকার মানুষের আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। একের পর এক রক্তের সম্পর্ক গড়ে যাচ্ছে রোগীদের সাথে তারুণ্যের সংগঠন “ইকড়ি ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপ।” রোগীর সংকটময় অবস্থায় রক্ত দিয়ে একের পর এক জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে এবং সুবিধাবঞ্চিত শিশুদের ও বেওয়ারিশদের পাশে দাঁড়িয়েছে এ সংগঠনটি।