ভালুকা উপজেলা প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মুলতাজিম স্পিনিং কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিকেলে উপজেলার ভড়াডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘন্টা বিক্ষোভ করেন তারা। শ্রমিকরা জানায়, কারখানার কর্তৃপক্ষ কাজ শেষে শ্রমিকদের বেতন পরিশোধ না করে উল্টো শ্রমিকদের বেতন চাওয়াতে চড়াও হয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পরেন চরম ভোগান্তিতে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল।