মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
ভোলার ইলিশায় একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে । এ ঘটনায় ট্রলারে থাকা ৭ ব্যবসায়ীর মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন মোঃ আঃ রাজ্জাক সরদার(৬২) ও তার ছেলে পারভেজ (২৮)। নিখোঁজদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন চর সুলতানী গ্রামে। তবে নিখোঁজের উদ্ধারের জন্য কাজ করছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্য ও ডুবুরি টিম।
জীবিত উদ্ধার হওয়া ব্যবসায়ী ফারুক সরদার ও রিয়াজ জানান, তারা রোববার রাত সাড়ে ৯টার দিকে ভোলার মনপুরা উপজেলার কাজিরচর এলাকা থেকে ভাঙ্গারি মালামাল বোঝাই করে রাজ্জাক সরদার, পারভেজ সরদার, রিয়াজ, ফারুক, সাকিলও রাসেলসহ কয়েকজন উলানিয়ার উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক দেড়টার দিকে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার মেঘনা নদীতে আসলে হঠাৎ স্রোতের মুখে পরে ট্রলারটি ডুবে যায়। এসময় আতংকিত হয়ে ডাকচিৎকার করে নদীতে লাফিয়ে পড়েন তারা। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় ৫ জন জীবিত উদ্ধার হলেও এখন দুইজন নিখোঁজ রয়েছেন।
ভোলার ইলিশা নৌ- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, খবর পেয়ে কোষ্টগার্ড ও ফায়ারসার্ভিসকে জানিয়েছি। কোস্টগার্ড, ফায়ারসার্ভিস ও নৌ-পুলিশ সদস্যরাসহ ডুবুরি টিম নিখোঁজদের উদ্ধারের জন কাজ করছে। এছাড়াও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করার কাজ করছে তারা।