ঢাকাThursday , 11 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাইনি বাজারে আগুন নিয়ন্ত্রনে সেনাবাহিনীর প্রশংসা করলেন স্থানীয় জনগণ।

দেশ চ্যানেল
September 11, 2025 2:24 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক ২.৪৫ ঘটিকায় লংগদু উপজেলার মাইনি বাজারে লঞ্চ ঘাট সংলগ্ন হোটেল নিসা-তে রান্না ঘরের চুলা হতে আগুন লাগে এবং দ্রুত পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে বিশাল আকার ধারণ করে। খবর পাওয়ার সাথে সাথে লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি এর সার্বিক নির্দেশনায় জোনের ভারপ্রাপ্ত টু-আইসি মেজর রিফাত উদ্দিন আহমেদ লিয়ন সহ উপস্থিত সকল অফিসার, এফএস জেসিও সহ ৫০ জনের একটি উদ্ধার দল তৎক্ষনাত মাইনি বাজারে উদ্ধার কাজে অংশ গ্রহন করে। পরবর্তীতে লংগদু ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জোনের উদ্ধার দল, আনসার ব্যাটালিয়নের একটি উদ্ধার দল এবং স্হানীয় ভলান্টিয়ারদের প্রচেষ্টায় আনুমানিক ৪.৩০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার ফলে চায়ের দোকান, হোস্টেল, মুদি দোকান, দুই তলা গোডাউন, ভাংগারীর দোকান এবং একটি বসতঘর সহ ১২-১৫ টি দোকান সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায়। উক্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে লংগদু জোন কমান্ডার বলেন, এলাকার যেকোনো দুর্যোগ কালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন জনগণের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাবেন।

মাইনি বাজারের স্থানীয় জনগণ আজকের অগ্নি নির্বাপনে সেনাবাহিনীর ভুমিকা, মহৎ কার্যক্রমের ভূয়োষি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST