মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
মাধবপুরে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর সঃ প্রাঃ বিদ্যালয়ে সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো ইউনিয়ন পর্যায়ে এ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ধর্মঘর ইউনিয়নের প্রায় ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মঘর
সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল।
এসময় অত্র ইউনিয়নের সকল স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ
উপস্থিত ছিলেন।
পরে বিকালে বিভিন্ন ইভেন্টে খেলার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।