ঢাকাMonday , 17 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। সেবা দেওয়া হয় ৩ হাজার মানুষকে।

দেশ চ্যানেল
February 17, 2025 2:44 pm
Link Copied!

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে সায়হাম গ্রুপের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার নারী ও পুরুষ চিকিৎসা  নেন। এরমধ্যে পাঁচ শতাধিক অপারেশনের জন্য রোগী নির্বাচিত করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মাধবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান সায়হাম গ্রুপের পরিচালক  এস এফ এ এম শাহজাহান এর সভাপতিত্বে  চুক্ষ শিবিরের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একে এম সেলিম, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আউটডোর সুপারভাইজার ডাঃ আব্দুল মান্নান।  বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউ/পি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেস ক্লাবের সাবেক আলাউদ্দিন আল রনি প্রমূখ।

সায়হাম গ্রুপ ১৯৮৭ সাল হতে লায়ন্স ক্লাবের মাধ্যমের এই চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম শুরু করে দীর্ঘ এই দিনে প্রায় ৮০ হাজার রোগী চিকিৎসা হয় এবং চোখে ছানী পড়া ৮ হাজার রোগীর চিকিৎসা হয়। মাধবপুর আশপাশের ৬ টি উপজেলার চোখের রোগীরা চিকিৎসা সেবা পেয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST