ঢাকাSaturday , 31 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মিঠুর ভূমিদস্যুতা ও চাঁদাবাজি থেকে বাঁচার আকুতি আরাফাত আবাসিকের বাসিন্দাদের।

দেশ চ্যানেল
August 31, 2024 3:00 pm
Link Copied!

খুলনা জেলা প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরাফাত আবাসিক এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান বাসিন্দারা। তারা আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এস এম আরিফুর রহমান মিঠুর চাদাঁবাজি ভূমিদস্যুতা থেকে বাঁচার আকুতি জানিয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) সকালে আরাফাত আবাসিক শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে ময়ূর ব্রিজ বাইপাস সড়কে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। আবাসিকের বাসিন্দারা বলেন, প্রকল্পের মালিক মিঠু আবাসিক এলাকায় নতুন আইন জারি করেছেন। কেউ নিজ জমিতে বাড়ির কাজ করতে গেলে প্রকল্পের কাছ থেকে অনুমোদনপত্র বাধ্যতামূলক করছে। না হলে বাড়ির কাজ বন্ধ করে দেয়। নিজ জমিতে বালু ভরাট করতে গেলে মোটা অঙ্কের চাদাঁ দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে মিঠু তার নিজ বাহিনী দিয়ে বাড়িওয়ালাদের মারপিট করছে।

আরাফাত এলাকাবাসীরা আরিফুর রহমান মিঠুর সকল অপকর্মের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তদন্ত ও ভূমিদস্যু চাদাঁবাজ মাদক বিক্রেতাদের আশ্রয়দারকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। তারা এলাকায় শান্তিতে বসবাসের নিশ্চয়তা চান। আরাফাত আবাসিক শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি মতিয়ার রহমান মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তব্য দেন প্রফেসর মাহমুদুল্লাহ, অধ্যাপক মাসুদা সুলতানা, অধ্যাপক জাকির হোসেন, আলম গাজী, আলী মোর্তজা, শামীম আহম্মেদ রাজ্জাক, আব্দুর রশিদ সানা, আব্দুল বারেক মোল্লা, লেয়াকত আলী মোল্লা, শেখ ইখতিয়ার হোসাইন সেবা, সোহেল আহম্মেদ, আসাদুজ্জামান নেছার, ডাঃ জাকির হোসেন, আব্দুর রশিদ মল্লিক, মোহাম্মাদ রুহুল আমিন, মোঃ আলম, ফিরোজ আহম্মেদ, মোঃ মামুন, আক্তার আহম্মেদ সুজা, তুহিন মোল্লা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST