মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল,প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর সদরে অবস্থিত মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের নবীন বরন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ (১১অক্টোবর) সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয় মিলনায়তনে নবীন বরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওমান বিনতে শফিকুল ইসলাম, মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষ সৈয়দ ওমর হাসান,পাতারহাট সরকারি মুসলিম হাইস্কুলের সাবেক সহকারী শিক্ষক বশির উদ্দিন (মাষ্টার)।
এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন বরিশাল -৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের সভাপতি মোঃ মাহেব হোসেন সরদার।