মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া, কালাবদর নদীতে জেলেদের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে। ডাকাতের ভয়ে অনেক জেলে নদীতে যাওয়া ছেড়ে দিয়েছেন।
জেলেরা দেশ চ্যানেলকে জানান, মাঝে মধ্যে সন্ধ্যার পর থেকেই হামলা করে ডাকাত দল।অনেক সময় তাদের অপহরন করে মুক্তিপণ দাবি করেন।ডাকাতদের ভয়ে থানায় অভিযোগ দায়ের করতে সাহস পাচ্ছে না জেলেদের পরিবার।
সরেজমিনে জানা যায়, কিছু দিন যাবত মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর ও গজারিয়া নদীতে হঠাৎ ডাকাতের উপদ্রব দেখা দিয়েছে। বিষয়টি প্রশাসনকে না জানানোর হুমকি দেওয়া হচ্ছে। মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জেলে আরিফ মাঝি ও মিরাজ মাঝি। গজারিয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে দুবার ডাকাতির শিকার হয়েছেন।ডাকাতরা তাদের অপহরন করে নিয়ে যায়।পরে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপন দাবি করে। ৩০ হাজার টাকা দিয়ে মুক্ত করে আনে পরিবার।
একই গ্রামের বেল্লাল হাওলাদার ও জামাল হাওলাদার জানান, রাতে নদীতে বেশি মাছ শিকার করা যায়।কিন্তু তারা ডাকাতের ভয়ে রাতে নদীতে মাছ শিকার করতে পারেন না।এতে সংসার চালাতে তাদের কষ্ট হচ্ছে।
একই ইউনিয়নের বাসিন্দা বাছেদ জানান, তাদের ইউনিয়নে র অনেক জেলে ডাকাতের কবলে পড়েছেন।এখন ডাকাতের ভয়ে ওই ইউনিয়নের অনেক জেলে নদীতে মাছ শিকার করতে যায় না।
মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের এক মাছের আড়তদার জানান, ডাকাতের ভয়ে আড়তের অনেক জেলে নদীতে মাছ শিকারে যান না।এতে তাদের ব্যবসা মন্দা যাচ্ছে। নদীতে কোষ্টগার্ড ও নৌ-পুলিশের টহল জোরদার অপরিহার্য।