মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
আজ(২২ জানুয়ারী) সোমবার মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হকের দিক নির্দেশনায় এসআই হারুন অর রশিদ ও এসআই মিঠু আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ টিম দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন -২০২৩ এর ৯(১) ধারা মোতাবেক ধর্ষনের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ রারেক মল্লিক (৬৭), পিতাঃ মৃত আঃ মজিদ মল্লিক, গ্রাম -জালিরচর, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা -বরিশালকে গ্রেফতার করা হয়।
এদিকে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক বলেন, সাজাপ্রাপ্ত আসামী আঃ বারেক মল্লিক দীর্ঘ বছর যাবত ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্নগোপনে ছিলো। তিনি গোয়েন্দা নজরদারিতে থাকা অবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসমী আঃ বারেক মল্লিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় মেহেন্দিগঞ্জ থানা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর।