রাসেল কবির// বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে বহিস্কার করলো স্বেচ্ছাসেবক দল। ১৮ জানুয়ারি, রবিবার বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নিজামুর রহমান নিজাম ও সদস্য সচিব মোঃ কামরুল আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম খান বাপ্পি। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল বয়াতিকে সুস্পষ্ট একাধিক অভিযোগের প্রমান থাকার ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী বহিস্কার করেন দলটি।

