মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ১২ নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে মালবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন নিশ্চিত হওয়া গেছে এছাড়া ইঞ্জিন চালিত টলার দিয়ে জাহাজে উঠে চাঁদাবাজি অবায়ন স্থান দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীর বামনের চর ও নলবুনিয়া এলাকায়। স্থানীয়রা আরো অভিযোগ তুলে বলেন নৌপথে চাঁদাবাজি কে কেন্দ্র করে ইতিপূর্বে ২ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ওই ইউনিয়নের এক যুবক কে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানায়। অতঃপর বন্ধ হয়নি নৌপথে চাঁদাবাজী। ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক সন্ধ্যা ৬টা ঘটিকায় ১ টি জাহাজে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ডাকাতির শিকার জাহাজটির নাম এম ভি রাহি।
নলবুনিয়া এলাকার অধিকাংশ নিরীহ লোকজন নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানায়, এলাকা দীর্ঘদিন ধরেই নৌ পথে ডাকাতি চাঁদাবাজ ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। একাধিক বার নৌ পুলিশের ডিআইজি কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে—এই এলাকায় একটি নৌ ফাঁড়ি স্থাপনের জন্য। এযাবৎ এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দড়িচর খাজুরিয়া ইউনিয়নের নিরীহ ও খেটে খাওয়া মানুষের দাবি ।
নৌ পুলিশের স্থায়ী নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরি।
সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা জোরদার করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছে এবং নদীপথের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দায়িত্ব বলে মনে করেন।
এ বিষয়ে আরো কথা হয় সভাপতি/সাধারণ সম্পাদক বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি নং ১৫৯৫) মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা। তারা বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে এবং নৌপথে শান্তির নীড়। আমরা ঊর্ধতন কতৃপক্ষ কে অবগত করিয়াছি নৌ পুলিশ ফাঁড়ির বিষয়।

