স্টাফ রিপোর্টার, খাগড়াছড়িঃ
পানছড়ির মোহাম্মদপুর, ইসলামপুর ও যৌথ খামার এলাকার অসহায় ও দরিদ্র ৫০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেছে মোহাম্মদপুর আদর্শ যুব সংঘ।
১৩ জানুয়ারি (সোমবার) বিকেল সাড়ে চারটার দিকে ইসলামপুর এলাকায় মোহাম্মদপুর আদর্শ যুব সংঘের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়। তাছাড়া মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে দরিদ্রদের হাতে কম্বল পৌঁছে দিয়েছে মোহাম্মদপুর আদর্শ যুব সংঘের সদস্যরা।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম।
সংগঠনটির আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, অসহায়দের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এ সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি।