জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলা পাট সম্পসারন অধিদপ্তরের আয়োজনে ২ দিন ব্যাপী উপজেলা হল রুমে ২০২৩/২৪ সালে পাট চাষীদের বিশেষ প্রশিক্ষণের করা হয়েছে।
রবিবার ১১ জানুয়ারি সকালে উপজেলা পাট সম্পসারন কর্মকর্তা শিমুল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন আপনার ুউন্নতমানে বীজ উৎপাদন করে পাটকে আন্তর্জাতিক বাজারে আরো চাহিদা সম্মত করে তুলতে হবে। এ কাজটি আপনারা-ই- পারবেন। এসময় উপস্হিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মাহাবুবুল আলম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন প্রমুখ। উপজেলার ৭৫ জন পাট চাষীদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।