ঢাকাMonday , 2 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে বক্তারা অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা না গেলে পৃথিবীর সভ্যতায় ধ্বংস হয়ে যাবে

দেশ চ্যানেল
October 2, 2023 2:37 pm
Link Copied!

সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকীতে রাজশাহীতে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন হয়েছে। বাংলাদেশ – ভারত ইতিহাস ঐতিহ্য পরিষদ রাজশাহী বিভাগ আজ বিকালে রাজশাহী প্রেসক্লাব মিলনয়তনে সভ্যতার সংকটে অহিংসা দর্শন শীর্ষব এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রকৌশলী শামসুল আলমের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বড়জাহান,এস এম কামরুজ্জামান জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, সালাউদ্দিন মিন্টু,
শ্রী গুরুপদ সরকার, সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম ও রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সভায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া আহবায়ক সাগর নোমানী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সাধারণ সম্পাদক সাজেদুর হক টিটু, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফয়সাল সরকার রিচার্ড, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সামু, রাহাত, মোঃ আব্দুল মাজেদ, সাংবাদিক ফারুক আহমেদ,ইউসুফ আলী, রাতুল সরকার,অভিলাষ দাস তমাল,জামিল হোসেন জনিসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা গান্ধীর অহিংসা দর্শনকে ধারণ করে পৃথিবীতে যে সভ্যতার সংকট চলছে তার উত্তোরন ঘটাতে হবে। বক্তারা আরো বলেন বাংলাদেশের যে লুট পাট ও সহিংসতার রাজনীতি চলছে গান্ধীর অহিংসা দর্শনকে ধারণ করেই তা মোকাবেলা করতে হবে। তাঁরা রাশিয়া উইক্রেন চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য বিশ্ব নেতাদের উদ্যোগ গ্রহণ করার দাবী জানান। তারা বলেন এই যুদ্ধ বন্ধ করতে না পারলে আগামীতে সভ্যতাই ধ্বংস হয়ে যাবে। আলোচনা সভার শুরুতে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST