ঢাকাMonday , 4 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপাল সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দেশ চ্যানেল
March 4, 2024 10:50 am
Link Copied!

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

রামপালে সুন্দরবন মহিলা কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মার্চ) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এর পূর্বে তিনি তার বক্তৃতায় বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। এতে শরীর ও মন উজ্জীবিত হয়। সুতারং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার প্রয়োজন রয়েছে।

সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক শেখ হারুনর রশীদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মো. সামিউল হক, রামপাল রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস, এম আবজাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, শেখ আবু নাইম, বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST