ঢাকাThursday , 25 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ।

দেশ চ্যানেল
December 25, 2025 3:21 pm
Link Copied!

আয়নাল হক (রৌমারী কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রৌমারী উপজেলা প্রশাসন। উপজেলার যাদুরচর ইউনিয়নের হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ১২০ পিস শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ২০২৫ বিকাল ৪টায় যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী এবং ইউপি সচিব মজিবর রহমান।

কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন দৈনিক আজ বেলা কে বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রকৃত অসহায় ও দুঃস্থ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি জানান, শীতের তীব্রতা বাড়লে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধিরাও শীতার্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST