আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম রৌমারী উপজেলা চত্বরে রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন জন স্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণঢ্য র্যালি বের হয়ে৷ সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে অবস্থান করেন। বিশ্ব হাত ধোয়া দিবস বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।নাগালেই পরিচ্ছন হাত“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে
রবিবার সারাদেশের ন্যায় রৌমারী উপজেলায় বিশ্ব হাত ধোঁয়া দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও
র্যালিতে র্অংশগ্রহণ করেন।
এসময় হাত ধোঁয়া দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি , হাত ধোঁয়া দিবসের উদ্যোক্তা জন স্বাস্থ্য প্রকৌশলী সেকবর রহমান আরডিআরএস ম্যানেজার মুহসিন।
ফ্রেন্ডশিপ এনজিওর কর্মকর্তা কর্মচারীও অংশ নেন। হাত দিবসে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, মোজাফ্ফর হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান, জন স্বাস্থ্য প্রকৌশলী সেকবর রহমান সহ
আরও অনেকেই।