সুমন আহমেদ বিজয়ঃ
লাখাই উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজানের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম,সাংবাদিক সুমন আহমেদ বিজয় ও উপজেলার বিভিন্ন গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ টি গ্রুপের সভাপতির হাতে এলএলপি,ফিতা পাইপ সহ অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন অতিথি বৃন্দ।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে বাড়ীর আশেপাশে যেন এক ইঞ্চি জমিও খালি না থাকে সেজন্য উপস্থিত কৃষক কৃষাণীদের বাড়ীর আশেপাশে ফল ও সবজী চাষ করার আহবান জানান তিনি।