লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় লাখাই থানা প্রাঙ্গনে লাখাই থানা পুলিশের আয়োজনে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম মুন্সী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার ৬৬ টি পুজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বীর নের্তৃবৃন্দ।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম মুন্সী উপস্থিত পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নের্তৃবৃন্দের উদ্দেশ্যে বলেন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দূর্গা উৎসব দুর্গাপূজা তাই এই দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে আপনারা যাতে উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপন করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা বাহিনী ও আনসার ভিডিপির সদস্যরা সর্বদা নিয়োজিত থেকে আপনাদের জানমালের নিরাপত্তা দিতে সর্বদা সচেষ্ট আছে।যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে এবং আসন্ন দুর্গাপূজায় প্রতিটি পুজা মন্ডপে সিসিটিভি স্থাপন করতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নের্তৃবৃন্দের নিকট জোর দাবী জানান।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রানেশ গোস্বামী ও সাধারণ সম্পাদক সম্পদ রায় সহ বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মাবলম্বী নের্তৃবৃন্দ।