ঢাকাMonday , 10 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকগণের সাথে মতবিনিময় সভা।

দেশ চ্যানেল
November 10, 2025 1:28 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের অভিভাবক গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর সোমবার লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রভাষক আলী আজম এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার বর্তমান অবস্থার বিষয়ে করনীয় নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক মজিবুল হক,সৈয়দ আফজাল, কৃষ্ণ মোহন বনিক,অভিভাবক গীতালি চক্রবর্তী, বদরুল আলম,আব্দুন নুর ভূইয়া, শ্রীবাস দেবনাথ, নাইমা আক্তার ও হারুনুর রশীদ তালুকদার প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তাগণ বলেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণের সম্মিলিত প্রয়াসে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। তাই শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত রাখতে হলে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস এর বিকল্প নেই।সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মেধা ও মননে নীতি,নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে উদ্যোগ গ্রহণ করতে হবে। নিয়মিত পাঠদান মনিটরিং জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের কলেজে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সভায় বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ এর ইতিবাচক কর্মপরিকল্পনা ও কর্মকান্ডের ফলে কলেজের শিক্ষার ক্ষেত্রে গুনগত পরিবর্তন ও পরিবেশ উন্নত হওয়ায় তাঁর ভূয়সী প্রশংসা করেন অভিভাবকগণ।

মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শিক্ষার্থী মিঠু আহমেদ ও গীতা পাঠ করেন পূজা রানী দাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST