ঢাকাThursday , 22 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লামায় মাতামুহুরী নদীর ভাঙ্গনে সড়ক চলাচল বিচ্ছিন্ন।

দেশ চ্যানেল
August 22, 2024 3:15 pm
Link Copied!

 লামা উপজেলা সংবাদদাতা।

পার্বত্য জেলার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীর অব্যাহত ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে পৌরসভার কলিঙ্গাবিল-সাবেক বিলছড়ি সড়ক। গত কয়েক দিন আগে প্রবল বর্ষণে মাতামুহুরী নদীর পানি বেড়ে গেলে স্রোতের টানে সড়কটি ধসে পড়ে।

ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের বসতিগুলো ভাঙ্গন আতঙ্কে রয়েছেন বলে জানান স্থানীয়রা বৃহস্পতিবার ২২ আগষ্ট সকালে। তারা দ্রুত নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।এতে সড়ক যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এখনিই ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে চলতি বর্ষা মৌসুমেই সড়কসহ পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।

পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো.মমতাজ উদ্দিন জানান, ভাঙ্গনের কারণে সাবেক বিল ছড়ি সড়কের পাশাপাশি গ্রামটিও বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ কামরুল হোসেন চৌং বলেন, বর্ষণের কারণে নদী পাড়া সংলগ্ন সড়ক ও স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলী সহ সরেজমিনে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST