রশিদুল ইসলাম
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি (লালমনিরহাট)
লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বাসিন্দা প্রতিবন্ধি মোঃ আজিজুল হক(৩০) পিতাঃ মৃতঃ কিনু মামুদ, সাকিন কৈটারী, পোস্টঃ চামটাহাট, উপজেলাঃ কালীগঞ্জ, জেলাঃ লালমনিরহাট।
বাক এবং শারীরিক বিকলঙ্গ প্রতিবন্ধি মোঃ আজিজুল হক দিনাতিপাত করেন মাননীয় সমাজ কল্যান মন্ত্রির দেয়া শেখ হাসিনার উপহার সরুপ অটো-রিক্সা চালিয়ে। বেশ বেশ ভালোই চলছিলো দিনকাল। অদ্য ২৩/০১/২০২৪ইং তারিখেও ঠিক দিনাতিপাতের জন্য বের হয়ে যান তিনি। কিন্তু দুঃখের বিষয় সন্ধা ৬.৩০ মিনিটে ভাড়ায় নিয়ে যান ছিনতাই কারীরা।
চামটাহাট হইতে চাপারহাট রোডে যাওয়ার পথে তালুক শাখাতী সংলগ্ন দরবেশের বাজার পাড় হতে না হতে বাঁক ও বিকলঙ্গ প্রতিবন্ধি আজিজুল হক কে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ধাক্কা দিয়ে অটো রিক্সা থেকে থামিয়ে দিয়ে ছিনতাই করে নিয়ে যান গাড়ীটি।
প্রতিবন্ধি আজিজুল বাঁক ও শারীরিক অসক্ষমতার কারনে চিৎকার করতে না পাড়ায় ফেলে রেখে যান ঘাতক ছিনতাই কারীরা।
তাতক্ষনিক বিষয়টি ছড়িয়ে গেলে পাওয়া যাইনি ছিনতাইকারীদের খোজ।
কালীগঞ্জ থানায় বিষয়টি জানানো হলে ওসি ইমতিয়াজ কবির বলেন আমরা দ্রুত খোজার ব্যবস্থা করছি।