আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আওয়ামীলীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করণসহ তিনদফা দাবিতে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১৭জানুয়ারি) দুপুর দুইটায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
পরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি প্রকৌশলী রাশেদ আহম্মেদ, নাইমুল ইসলাম, জিন্নাত আলী, রাসেল আহমেদ, নাজমুল হাসান, জিসান আলী, ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার পূর্বক ফাঁসি কার্যকর, রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগকে নিষিদ্ধ করা ও ৭২’র সংবিধান বাতিলের জোর দাবি জানানো হয় ওই সমাবেশে। এই কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নেতৃত্ব দেন।