ঢাকাThursday , 4 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া বালু খেকোদের ভ্রাম্যমাণ আদালত কতৃক জেল ও জরিমানা।

দেশ চ্যানেল
September 4, 2025 2:38 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে জনসাধারণের চলাচলে দূর্ভোগ সৃষ্টি করার অভিযোগে দু’জন শ্রমিককে আটকের পর জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো : আবু রিয়াদ ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র’র নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত মধুমতী নদীর মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু কাটা এবং সেই বালি অবৈধ যানবাহনে পরিবহন করে চলাচলের রাস্তায় দুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে দু’জন শ্রমিককে গ্রেফতার করে। এ সময় বালু পরিবহনের কাজে ব্যবহৃত অবৈধ দুটি ট্রলি (নাটা গাড়ি) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত দু’জন শ্রমিক হলেন- লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের প্রসন্নপাড়ার ইয়াকুব শেখের ছেলে রাব্বি শেখ (২৮) ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামের আদম মোল্যার ছেলে বাবুল মোল্যা (২৭)।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মধুমতী নদী থেকে অবৈধ ভাবে বালু কাটার অভিযোগে গ্রেফতারকৃত দুজন শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০ দিনের কারাবাসের রায় প্রদান করে থানায় সোপর্দ করা হয়। অভিযানের সময় লোহাগড়া থানার এসআই সাইফুল ইসলামসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, ৭ এর খ এর( ক) এই ধারা মোতাবেক অভিযুক্তদের জেল জরিমানা করা হয়েছে এবং এধরণের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী এমন কাজ করলে কঠিন শাস্তির দেওয়া হবে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতে দোষী সাব্যস্ত ওই দুজন শ্রমিককে বিকালে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST