জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২০ আগষ্ট সকালে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া বাজারে উপজেলা খাদ্য বিষয়ক কর্মকর্তা মোঃ আবু হেনা মোস্তফা কামাল খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্যশস্য বিক্রয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত প্রধান অতিথি উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আবু হেনা মোস্তফা কামাল, খাদ্য পরিদর্শক মোঃ আবুল কালাম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃওহিদুজ্জামান,লক্ষীপাশা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার মোল্যা,লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ বাকিয়ার রহমান প্রমুখ।
লোহাগড়া উপজেলায় ১৫ হাজার ৮ শ ৩৬ জনের মাঝে প্রতি কেজি ১৫/- টাকা দরে জন প্রতি ৩০ কেজি করে চাউল প্রদান করা হবে। প্রতিবার উপজেলায় ৪৭৫ মেঃ টঃ চাউল বিক্রয় করা হবে। বছরের ৬ মাস এচাউল ডিলারের মাধ্যমে বিক্রয় করা হবে।
প্রধান অতিথি লোহাগড়া উপজেলার খাদ্য বিষয়ক কর্মকর্তা মোঃ আবু হেনা মোস্তফা কামাল বলেন খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত সমাজের কৃষকদের মাঝে আপদকালীন সময়ে বছরে মার্চ,এপ্রিল, আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে উল্লেখিত চাউল প্রতিকেজি ১৫ টাকা দরে বিক্রয় করা হয়।